মতিয়ার রহমান,শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর প্রিমিয়ার লীগ (এসপিএল) ২০২৪ সিজন- ৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার বিকেলে শাহজাদপুর হাইস্কুল মাঠে এ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় শাহ্ মখদুম শাহজাদপুর ও দুর্বার শাহজাদপুর অংশ গ্রহন করে। খেলায় উভয় যৌথ ভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ- ৬ আসন (শাহজাদপুর) জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলাম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুবলীগের কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল কামরুজ্জামান পিপিএম, উপজেলা ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মারুফ হোসেন সুনাম, সাবেক মেয়র নাছির উদ্দিন প্রমুখ। এবং শেষে দু’দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।