দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবালকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
আজ বুধবার (২১ জানুয়ারি) রাত ৮ টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রসঙ্গত, ফরহাদ ইকবাল দীর্ঘদিন ধরে টাঙ্গাইল-৫ আসনে বিএনপির শক্ত মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তৃণমূল পর্যায়ে তার ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা থাকলেও, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়।
মনোনয়ন না পাওয়া সত্ত্বেও ফরহাদ ইকবাল সমর্থকদের অনুরোধ ও নিজের রাজনৈতিক অবস্থানের কারণে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নেন এবং হরিণ প্রতীক পান।
উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছর পর ২০২২ সালের ১ নভেম্বর টাঙ্গাইল জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন হাসানুজ্জামিল শাহীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এরপর থেকে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।


















