কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত দেয়। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি শুরু হয়। শেষ দিনের এই শুনানিতে সংশ্লিষ্ট সব পক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করেন।
শুনানিতে টাঙ্গাইল-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলীর পক্ষে তার আইনজীবী আপিল করেন। তিনি যুক্তি দেন, কার্যক্রম নিষিদ্ধ দলের নেতা হওয়ায় আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না এবং তার মনোনয়নপত্র বাতিল করা উচিত।
তবে শুনানিকালে উপস্থিত এক নির্বাচন কমিশনার বলেন,‘সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, কোনো ব্যক্তিকে নয়।’
সব পক্ষের বক্তব্য ও উপস্থাপিত তথ্য পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা বহাল রাখার সিদ্ধান্ত দেয়।


















