বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর চেয়ে সোয়া পাঁচ গুণ বেশি সম্পদের মালিক তার স্ত্রী সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামায় এ তথ্য উঠে এসেছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।
হলফনামা অনুযায়ী, টুকুর মোট অস্থাবর সম্পদের পরিমাণ ৪ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ৬২৭ টাকা। এর মধ্যে রয়েছে— নগদ অর্থ ২ কোটি ১৩ লাখ ৫ হাজার ৬২৭ টাকা, শেয়ার ও বন্ডে বিনিয়োগ ৩২ লাখ ৫৪ হাজার টাকা, মোটরযান ১০ লাখ টাকা, ইলেকট্রনিক্স সামগ্রী ৩ লাখ ৯৯ হাজার টাকা, আসবাবপত্র ৫ লাখ ২৫ হাজার টাকা এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ ২ কোটি টাকা।
অন্যদিকে, তার স্ত্রী রুমানা মাহমুদের অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২৪ কোটি ৯৫ লাখ ৯২ হাজার ৭০৩ টাকা। এর মধ্যে নগদ অর্থ ৩ কোটি ৭৬ লাখ ৫২ হাজার ৪৫২ টাকা, শেয়ার ও বন্ডে বিনিয়োগ ১৬ কোটি ৩৭ লাখ ৪১ হাজার ৮০০ টাকা, ফিক্সড ডিপোজিট ৩ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৪৫১ টাকা, মোটরযান ৬৫ লাখ টাকা, স্বর্ণালংকার ১ লাখ ৫০ হাজার টাকা, আসবাবপত্র ৯৫ হাজার টাকা এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ ২ কোটি ৫০ লাখ টাকা।
স্থাবর সম্পদের ক্ষেত্রে টুকুর সম্পদের মূল্য দেখানো হয়েছে মাত্র ২ লাখ ২৫ হাজার ৩০৭ টাকা। বিপরীতে তার স্ত্রীর স্থাবর সম্পদের মূল্য ৩৩ লাখ ৫০ হাজার টাকা। হলফনামায় টুকুর বার্ষিক আয় উল্লেখ করা হয়েছে ৮ লাখ ২৬ হাজার ৩৫৭ টাকা। এর মধ্যে কৃষিখাত থেকে আয় ৩ লাখ টাকা এবং শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আয় ৫ লাখ ২৬ হাজার ৩৫৭ টাকা।
ঋণের বিষয়ে হলফনামায় উল্লেখ করা হয়েছে, ইকবাল হাসান মাহমুদ টুকু ঋণমুক্ত হলেও তার স্ত্রী রুমানা মাহমুদ স্বামীর কাছেই ২ কোটি টাকা ঋণী।


















