‘গণতন্ত্রের মা’, ‘সাহস ও সংগ্রামের প্রতীক’—স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত।
বুধবার (৩১ ডিসেম্বর ) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে ভারতের শোকবার্তা হস্তান্তর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।
শোকবার্তায় ভারতের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিহাসে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এতে বলা হয়, দক্ষিণ এশিয়ায় গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন এক সাহসী ও প্রভাবশালী নেতৃত্বের প্রতীক।
শোকবার্তা গ্রহণকালে তারেক রহমান ভারতের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শোকের এই মুহূর্তে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।
এ সময় উভয় দেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


















