গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের বিএনপিতে যোগদান এবং ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
তিনি বলেন, রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।
আবু হানিফ আরও জানান, রাশেদ খাঁনের পদত্যাগের পর গণঅধিকার পরিষদের নতুন সাধারণ সম্পাদক কে হবেন, সে বিষয়ে নির্বাহী পরিষদ ও উচ্চতর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ বিষয়ে রাশেদ খাঁন নিজে ভিন্ন অবস্থান তুলে ধরেছেন।
তিনি জানান, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ মুহূর্তে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। সিদ্ধান্ত চূড়ান্ত হলে তিনি নিজেই তা গণমাধ্যমকে জানাবেন।


















