দীর্ঘদিন ১৭ বছর পর দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ১০টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ‘চেক-ইন’ সম্পন্ন করে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
দলীয় সূত্র জানায়, স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যেই তারেক রহমান লন্ডন ত্যাগ করছেন। তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা দেখা যাচ্ছে।


















