সিরাজগঞ্জের সলঙ্গায় মহান বিজয় দিবস উপলক্ষে এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সলঙ্গা থানা বিএনপির উদ্যোগে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য জনাব রাহিদ মান্নান লেনিন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিজয়ের চেতনায় দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন সলংগা থানা বিএনপির সম্মেলন কমিটির সদস্য ও সদস্য সচিব হাসান ইমাম তালুকদার সহন, সহ-সভাপতি আফিকুল ইসলাম আঞ্জির খন্দকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান, জেলা মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমান, বিএনপি নেতা গোলাম হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন, সদস্য সচিব শাহিন রেজা, সলংগা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি কাবলু মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মেরাজুল তালুকদার পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শোভাযাত্রাটি সলঙ্গা থানা মাঠ থেকে শুরু করে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সলঙ্গা ডিগ্রি কলেজ মাঠে শহিদ মিনারে এসে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। এতে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।


















