আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -১৯ আসনে এমসিপি থেকে মনোনয়ন পেয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত।
বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং শিক্ষা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি নির্বাহী সদস্য ও এনসিপির কর্মশালা সেলের সদস্য হিসেবেও কাজ করছেন। বিশেষ করে এমপিওভুক্ত, প্রাথমিক, ইবতেদায়ী, কারিগরি ও নন-এমপিওসহ প্রায় ১০টি শিক্ষক আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি সারা বাংলাদেশে শিক্ষকদের মধ্যে জনপ্রিয়তা ও ভালোবাসা অর্জন করেছেন।
ফয়সাল মাহমুদ শান্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০২৩ সাল থেকে তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন’-এ সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তরুণ প্রজন্ম ভিত্তিক সামাজিক সংগঠন *ইউথ ফর সোশাল এইড (YFSA) এর সাধারণ সম্পাদক হিসেবে বিশ্ববিদ্যালয় ও বাইরের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন বাধন, তরী, পিডিএফ এর সদস্য এবং বিএনসিসি ক্যাডেট কর্পোরাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও জাতীয় পর্যায়ে প্রায় ৫০টির অধিক বিতর্ক প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন, রানার্স-আপ এবং “ডিবেটার অফ দ্যা টুর্নামেন্ট” হিসেবে গৌরব অর্জন করেছেন।
এছাড়া তিনি জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও নৈতিকতা বিষয়ে একাধিক গবেষণা আর্টিকেল প্রকাশ করেছেন।
জুলাই ছাত্র-জনতার অভ্যূত্থানে সাভার–আশুলিয়া অঞ্চলে তিনি সরাসরি রাজপথে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ১৮-এর কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, জাবির পরিবেশ ও মাস্টারপ্ল্যান আন্দোলন, দুর্নীতি বিরোধী আন্দোলনসহ একাধিক আন্দোলনের সংগঠক ও পরিচালনাকারী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দাবি করেছেন এনসিপি নেতৃবৃন্দ।


















