সাবেক বিএনপি সাংসদ মেজর (অব.) মঞ্জুর কাদের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন।

মনজুর কাদের এক ফেসবুক পোস্টে আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, “বাংলাদেশের ইতিহাসে ছাত্রসমাজ বারবার জাতির দিশারি হয়ে উঠেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের স্বাধীনতার প্রস্তুতিতে ছাত্রদের ভূমিকা ছিল স্মরণীয়। ১৯৯০ সালে গণতন্ত্র প্রতিষ্ঠায়ও ছাত্রসমাজের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”
তিনি আরও বলেন, “তবে এসব অর্জনের পূর্ণ সুফল জনগণের কাছে পৌঁছায়নি। রাজনৈতিক অস্থিরতা ও আধিপত্যবাদী শক্তির প্রভাবে ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে অরাজনৈতিক শক্তির উত্থান হয়। পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে দীর্ঘ এক ফ্যাসিবাদী শাসন শুরু হয়, যা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে।”
মনজুর কাদের বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শাসনের পতন ঘটে। এ আন্দোলন থেকে জন্ম নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যা নতুন প্রজন্মের নেতৃত্ব এবং স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষার প্রতীক।”
তিনি যোগ করেন, “বাংলাদেশের এই অগ্রযাত্রা ও নতুন রাজনীতির ধারণায় বিশ্বাস রেখে আমি এনসিপিতে যোগদান করেছি। আমি বিশ্বাস করি এনসিপি-ই নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে এনে দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে।”


















