ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে সিরাজগঞ্জ-৫ আসনে দলটির মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মঞ্জুর কাদের।
তিনি ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত পানি উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বিভিন্ন মেয়াদে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মঞ্জুর কাদের ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত পাবনা-১ আসনের সংসদ সদস্য ছিলেন। পরবর্তীতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে তিনি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


















