সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মঞ্জুর কাদের।
এ বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য মাহিন সরকার। পোস্টে তিনি লেখেন, “সিরাজগঞ্জ-৫ আসনে শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন মেজর (অব.) মঞ্জুর কাদের। বেলকুচি-চৌহালীবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।”

স্থানীয় নেতাকর্মীরা জানান, মেজর (অব.) মঞ্জুর কাদেরের প্রার্থিতা ঘোষণার খবরে বেলকুচি ও চৌহালী এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জ-৫ আসনে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা ও তৎপরতা।


















