সিরাজগঞ্জে জাতীয় যুবশক্তি জেলা শাখার আয়োজনে একটি প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ রাজনৈতিক প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন (লিয়ন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সোহেল প্রামানিক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধি ওয়াসিম।
এ ছাড়া সভায় অংশ নেন জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলার সংগঠক কাউসার আহমেদ ও নাজিম হোসাইন।
বক্তারা সভায় বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং তরুণ সমাজকে যুগোপযোগী দক্ষতায় গড়ে তুলতে জাতীয় যুবশক্তি নিরলসভাবে কাজ করছে। তারা আরও উল্লেখ করেন, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তরুণদের সক্রিয় ভূমিকা দেশের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ তরুণ সমাজকে দেশগঠনমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।


















