অবশেষে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁর নাম ঘোষণার পর টাঙ্গাইল ও ঢাকায় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
এবারের মনোনয়ন ঘোষণার ফলে টাঙ্গাইল জেলায় একই পরিবারের দুই ভাই বিএনপির টিকিট পেলেন। টাঙ্গাইল-২ আসনে আগেই মনোনয়ন পেয়েছিলেন টুকুর বড় ভাই, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। এবার তার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু পেলেন টাঙ্গাইল-৫ আসনের মনোনয়ন।
দলীয় সূত্রে জানা যায়, এই আসনে মনোনয়ন পেতে তৎপর ছিলেন দুইজন—কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। দীর্ঘ অপেক্ষার পর টুকুর মনোনয়নের খবর পেয়ে তাঁর সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা গেছে।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর প্রথম দফায় সারাদেশের ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হলেও তখন টাঙ্গাইল-৫ আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হয়নি। প্রায় এক মাস পর বৃহস্পতিবার বিকেলে দেশের আরও ৩৬টি আসনের সঙ্গে টাঙ্গাইল-৫ আসনের প্রার্থীর নামও প্রকাশ করে বিএনপি।


















