সিরাজগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আলী আলম বলেছেন “একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়াই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।”
শুক্রবার স্থানীয় জনতার সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় তিনি দেশের বর্তমান সামাজিক অবক্ষয়, বেকারত্ব, যুবসমাজের মাদক আসক্তি এবং মূল্যবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
যুবসমাজকে বাঁচাতে হবে — আলী আলম
অধ্যক্ষ আলী আলম বলেন,
“যুবকরাই জাতির ভবিষ্যৎ। কিন্তু আজ তাদের অনেকেই মাদকের ফাঁদে পড়ে নিজেদের সম্ভাবনা নষ্ট করছে। আমরা যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেই, তাহলে এই জাতির ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।” তিনি মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন, সুসংহত নজরদারি ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নে জনগণের সমর্থন কামনা করেন।
সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে জিরো টলারেন্স
তিনি আরও বলেন,“রাজনীতি মানুষের সেবা করার জন্য, ভয় দেখানোর জন্য নয়। সন্ত্রাস, দুঃশাসন ও অন্যায়ের জায়গা বাংলাদেশে আর থাকবে না— এটাই আমার প্রতিশ্রুতি।”
তিনি জনগণকে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ, সুসংহত গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার দেন।
উন্নয়ন ও কল্যাণের অঙ্গীকার
তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল:
১. দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টি
২. কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ
৩. গ্রামীণ স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন
৪. রাস্তা, সেচ ও প্রযুক্তি নির্ভর উন্নয়ন উদ্যোগ
৫. সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা
জনগণের প্রতি আহ্বান শেষে অধ্যক্ষ আলী আলম বলেন,“এই বাংলাদেশ আমাদের সবার। আসুন মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তুলি।”
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষিত সমাজ, তরুণ ভোটার এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, সিরাজগঞ্জ-৫ এ রাজনৈতিক তৎপরতা ততই বাড়ছে। অধ্যক্ষ আলী আলমের এই বার্তা ইতোমধ্যে স্থানীয় ভোটারদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে।
















