জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পিআর বাস্তবায়নের দাবি এখনও বহাল রয়েছে এবং এটি জনগণের স্বার্থে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এমনকি জামায়াত ক্ষমতায় গেলে পিআর বাস্তবায়নের অঙ্গীকারও করেন তিনি।
আজ শনিবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম কলেজের প্যারেড ময়দানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে চট্টগ্রামে পৌঁছান জামায়াতের এ আমির।
তিনি বলেন, “আমাদের ইতিবাচক এজেন্ডা এত বেশি যে জাতির জন্য কী করব তা ভেবেই সময় চলে যায়। কাউকে খোঁচানোর বা কারও খোঁচার জবাব দেওয়ার সময় আমাদের নেই।”
নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি, তবে তা সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন,“আপনারা প্রস্তুত থাকুন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। না হলে দেশে সংকট সৃষ্টি হতে পারে। আমরা কোনো সংকট তৈরি হতে দেব না, ইনশাল্লাহ।”
চট্টগ্রামে পৌঁছে তিনি প্রথমে আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনীর আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দেন। এরপর সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা রয়েছে তার।


















