আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে ছয়জন প্রার্থী নিজেদের নাম ঘোষণা করেছেন। তবে গত কয়েক মাসে প্রচার-প্রচারণার মাঠে সক্রিয় রয়েছেন মূলত তিনজন প্রার্থী।
তিন প্রার্থীরা হলেন:
১.কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ২. জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিল।
৩. জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।
সম্প্রতি বিএনপি মহাসচিব ২৩৭টি আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করলেও টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থীর নাম ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল।
এ বিষয়ে বিএনপি মনোনয়ন প্রত্যাশী খন্দকার আহমেদুল হক সাতিল বলেন, গ্রুপিং, এক পরিবার থেকে একাধিক প্রার্থীর মনোনয়ন না দেওয়ার দলীয় সিদ্ধান্ত এবং কোন কোন প্রার্থীদের বিরুদ্ধে ৫ই আগস্ট পরবর্তী সময়ে দলের ভাবমূর্তি ও জনপ্রিয়তা ক্ষুন্ন করার অভিযোগ থাকায় মনোনয়ন ঘোষণা স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, বিএনপি যদি ঐক্যবদ্ধভাবে মাঠে নামে এবং তৃণমূলের মতামতকে গুরুত্ব দেয়, তাহলে এই আসনে বিজয় নিশ্চিত।”
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থনরা মনে করেন, গ্রুপিং এর উর্দ্ধে থাকা এবং ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দিলে দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে বিজয়ী হওয়া সম্ভব হবে। সেক্ষেত্রে বর্তমানে নির্বাচনী মাঠে থাকা জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিলের নাম ব্যাপক ভাবে আলোচিত হচ্ছে।


















