বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “এ দেশে এমন কিছু নেই, যেখান থেকে আওয়ামী লীগ চাঁদা তোলে না— এমনকি মিষ্টি আর ডিমের ওপরেও তারা চাঁদা তুলেছে।”
গতকাল সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ বাজারে এক মতবিনিময় সভা ও প্রচার-প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
টুকু আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের চাঁদাবাজি, লুটপাট ও দুঃশাসনে অতিষ্ঠ হয়ে উঠেছে। সামনে জাতীয় নির্বাচন আসছে— ইনশাআল্লাহ বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। জনগণ এখন পরিবর্তনের অপেক্ষায় আছে।
তিনি আরও বলেন, “একদল লোক আছে যারা জান্নাতের টিকিট বিক্রি করে বেড়ায়। আমি তাদের বলতে চাই, আগে মুনাফেকি ছেড়ে দেন, তারপর মানুষের কাছে ভোট চাইবেন। ৭১ সালে ভুল করেছিলেন, ৯৬ সালেও আওয়ামী লীগের সঙ্গে গিয়ে ভুল করেছেন, এখনো সঠিক পথে আসেননি।”
ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক কে এম মনিরুল ইসলাম প্রমুখ। সভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


















