সিরাজগঞ্জ ৫ (বেলকুচি, এনায়েতপুর, চৌহালী) আসনের বিএনপির সমর্থিত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম নমিনেশন পাওয়ায় তাকে রিসিভ করার জন্য সিরাজগঞ্জ সায়দাবাদ বিশ্বরোড স্থানে হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা গেছে।
সেখানে প্রায় হাজার মানুষের উপস্থিতি দেখা যায়। সেখানে সবাই মোটরসাইকেল বহর নিয়ে বেলকুচি উপজেলা, চৌহালী উপজেলা বিভিন্ন এলাকা এলাকা থেকে আগত হয় এবং প্রিয় নেতাকে শুভেচ্ছা জানানোর জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা থেকে সিরাজগঞ্জ সয়দাবাদ মোড়ে আগমন করেন সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপির দলীয় প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম। আগমনের সাথে সাথেই সকল নেতৃবৃন্দ শ্লোগান দিয়ে এক উৎসব মুখর পরিবেশ তৈরী হয়।
প্রিয় নেতার সাথে সবাই হাত মিলিয়ে কুশল বিনিময় করে এবং ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময় শেষে সয়দাবাদ থেকে সবাই একত্রে এনায়েতপুরের উদ্দেশ্য রওনা হয়, সেখানে উপস্থিত হয়ে নির্বাচন উপলক্ষে ভাষণ দেয়ার পাশাপাশি মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্টপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন ও তারেক রহমান সহ বেগম খালেদা জিয়াকে কৃতজ্ঞতা জানান ও এলাকাবাসীকেও ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং পাশে থাকারও আহবান জানান।
পরিশেষে সবাই কে ধানের শীর্ষ মার্কায় ভোট দেয়ার অনুরোধ করেন। খাজা এনায়েতপুরী দরবার শরীফ জিয়ারত করে সবাইকে ফিরে যেতে বলা হয়।


















