রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জি.এস) সালাউদ্দিন আম্মারকে সংবর্ধনা দিয়েছে জাতীয় ছাত্র শক্তি (বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র শক্তি)।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আখতার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব ও সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপি মনোনীত প্রার্থী এস. এম. সাইফ মোস্তাফিজ (শাপলা কলির প্রতীক)।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক মো. জাহিদ আহসান।
সংবর্ধনা অনুষ্ঠানে রাকসু জি.এস সালাউদ্দিন আম্মার বলেন, “আখতার হোসাইন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র শক্তির সংগ্রামী ও আপসহীন নেতৃত্ব আজকের ছাত্র রাজনীতির অনুপ্রেরণা।”
তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ছাত্র শক্তিকে বাংলাদেশমুখী রাজনীতির ধারায় কাজ করার আহ্বান জানান।


















