আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী প্রফেসর ড. এমএ মুহিতের আগমনে উপলক্ষে সংবর্ধনা দিয়েছে উপজেলা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় প্রফেসর ড. এমএ মুহিত শাহজাদপুর পৌর শহরের বিসিক বাসস্ট্যান্ডে পৌঁছালে সর্বস্তরের নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা ও ধানের শীষ দিয়ে তাকে সংবর্ধনা প্রদান করে।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ ও তোফাজ্জল হোসেন তোতা, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলী রোশনাই, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী প্রফেসর ড. এমএ মুহিত নেতাকর্মীদের সাথে পায়ে হেঁটে বিসিক বাসস্ট্যান্ড থেকে শাহজাদপুর পৌর শহরে প্রবেশ করেন। শহরের বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার ২ পাশে দাঁড়িয়ে থাকা জনগণের উদ্দেশ্যে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পথিমধ্যে জনগণের সাথে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।
দ্বারিয়াপুর বাজার হয়ে মণিরামপুর বাজার অতিক্রম করে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক দিয়ে চুনিয়াখালি পাড়া দিয়ে উপস্থিত হন দরগাহ পাড়ায় হযরত মখদুম শাহ দৌলাহ (রাঃ) এর মসজিদ ও মাজারের সামনে। সেখানে উপস্থিত নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে হযরত মখদুম শাহ দৌলাহ রাঃ এর মাজার জিয়ারত করেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, আমরা সবসময় শাহজাদপুর বাসীর কল্যাণে কাজ করে গেছি। সিএসএফ সেন্টারের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা দিয়ে চলেছি। শিশু হাসপাতাল ও মাতৃসদন প্রতিষ্ঠা করে নবজাতক শিশু ও গর্ভবতী নারীর সু স্বাস্থ্য নিশ্চিত করেছি। চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করে স্বল্প খরচে জনগণের চোখের আধুনিক চিকিৎসা নিশ্চিত করেছি। এসকল প্রতিষ্ঠানে শাহজাদপুর উপজেলার জনগণ সহ আশপাশের উপজেলার জনগণও চিকিৎসা গ্রহণ করে থাকে।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল শ্রেণীর পেশার মানুষকে সাথে নিয়ে সকল ভেদাভেদ ভুলে আমরা ধানের শীষকে বিজয়ী করে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানকে এই আসন উপহার দেবো। সেই সাথে আগামীর শাহজাদপুরকে আধুনিক, মানবিক এবং বসবাস যোগ্য করে গড়ে তুলবো।


















