আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, কারানির্যাতিত জুলাইযোদ্ধা আবুল মনসুর মোঃ শওকতের উদ্যোগে বিশাল শোডাউন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত সুনামগঞ্জের পুরাতন কোর্ট সংলগ্ন ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে গণজমায়েত ও পৌর এলাকায় লিফলেট বিতরণ করা হয়। পরে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বক পয়েন্ট ও ট্রাফিক পয়েন্টে শোডাউন-পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক জেলা যুবদল ও ছাত্রদল সভাপতি জননেতা আবুল মনসুর মোঃ শওকত। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জননেতা সেলিম উদ্দিন আহমদ, সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আছপিয়ার একান্ত সচিব আতাউর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুবদল সাধারণ সম্পাদক এডভোকেট কয়েছ আহমেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট কামাল হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের জন্য সৎ, যোগ্য ও ত্যাগী প্রার্থীকে নির্বাচিত করতে হবে। তারা দাবি জানান সুনামগঞ্জ সদর আসনে বহুবার কারানির্যাতিত নেতা, নিবেদিতপ্রাণ জুলাইযোদ্ধা আবুল মনসুর শওকতকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য।
সমাবেশে বক্তারা আরও বলেন, “শওকত ভাই স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১/১১ সরকার ও শেখ হাসিনার শাসনামলে পাঁচবার কারাবরণ করেছেন। তিনি কখনো রাজনীতি থেকে পিছু হটেননি, সবসময় তৃণমূলের পাশে ছিলেন।”
শেষে আবুল মনসুর শওকত বলেন,“আমি চাঁদাবাজ বা হাইব্রিড রাজনীতির সাথে কখনো আপোষ করিনি, করবও না। আমার বিশ্বাস, ত্যাগ-সংগ্রামের মূল্যায়ন দল অবশ্যই করবে। তবে দল যাকেই মনোনয়ন দিক, আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনের জন্য প্রস্তুত।”
সমাবেশে সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডসহ বিশ্বম্ভরপুর উপজেলার বিএনপি, যুবদল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।


















