ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একক প্রার্থী চূড়ান্তকরণের কাজ জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ইতোমধ্যে ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি ১০০ আসনের মধ্যে অর্ধশত আসন যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ছেড়ে দেওয়া হবে। বাকি ৫০ আসনে একাধিক প্রার্থী থাকায় যাচাই–বাছাই চলছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন ভার্চুয়ালি বৈঠক করে প্রার্থী যাচাই-বাছাই করছেন। মনোনয়ন প্রত্যাশীরা তারেক রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন; অনেকে লন্ডনে যাচ্ছেন সাক্ষাৎ লাভের আশায়। তবে তিনি কাউকেই সরাসরি সাক্ষাৎ দিচ্ছেন না—নিজেই ফোন করে প্রার্থী মনোনয়নের সংকেত দিচ্ছেন।
সূত্র জানায়, ঢাকা মহানগরের ১৫ আসনের মধ্যে কয়েকটিতে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে—
• ঢাকা-৪ : তানভীর আহমেদ রবীন
• ঢাকা-৫ : নবীউল্লাহ নবী
• ঢাকা-৮ : মির্জা আব্বাস
• ঢাকা-১৩ : এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ
• ঢাকা-১৬ : আমিনুল হক
• ঢাকা-১৭ : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
এছাড়া
• বগুড়া-১ : কাজী রফিকুল ইসলাম
• বগুড়া-৫ : গোলাম মোহাম্মদ সিরাজ
• ঠাকুরগাঁও-১ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
• নরসিংদী-২ : ড. আবদুল মঈন খান
• সিরাজগঞ্জ-২ : ইকবাল হাসান মাহমুদ টুকু
• কক্সবাজার-১ : সালাহউদ্দিন আহমদ
• ভোলা-৩ : মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ
• নোয়াখালী-৩ : বরকতউল্লা বুলু
• লক্ষ্মীপুর-৩ : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
• লালমনিরহাট-৩ : আসাদুল হাবিব দুলু
• খুলনা-৩ : রকিবুল ইসলাম বকুল
• গাজীপুর-৫ : ফজলুল হক মিলন
• সিরাজগঞ্জ-৫ : আমিরুল ইসলাম খান
• নেত্রকোনা-৪ : লুৎফুজ্জামান বাবর
সহ আরও অনেকে ইতোমধ্যে দলের সবুজ সংকেত পেয়ে মাঠে সক্রিয় হয়েছেন।
সূত্র মতে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ ৩০০ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে বিএনপি। তবে জোটগত সমঝোতার কারণে অন্তত ৫০ আসনে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে।
আসন্ন নির্বাচন সামনে রেখে প্রচারে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বিএনপি। গঠন করা হচ্ছে একটি অনলাইন ও তৃণমূলভিত্তিক নতুন প্ল্যাটফর্ম — বাংলাদেশ গ্রাসরুটস নেটওয়ার্ক (বিজিএন)। এই নেটওয়ার্কের মাধ্যমে বিএনপি তৃণমূল পর্যায়ের কর্মীদের একত্র করবে, অনলাইন প্রচার জোরদার করবে এবং অপপ্রচার মোকাবিলায় কাজ করবে।
১৫ সদস্যের কেন্দ্রীয় নেতৃত্বে ড. জিয়াউদ্দিন হায়দার থাকছেন, প্রত্যেক কেন্দ্রীয় নেতা ২০টি আসনের সমন্বয় করবেন। দেশের ৩০০ আসনে দুইজন করে ৬০০ জন অনলাইন অ্যাক্টিভিস্ট নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে বিএনপি ও শরিক দলগুলোর বহু নেতা লন্ডনে গেছেন তারেক রহমানের সাক্ষাৎ লাভের আশায়।
তবে অনেকেই সাক্ষাৎ না পেয়ে ফিরে এসেছেন। যাঁরা সাক্ষাৎ পেয়েছেন, তাঁদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের সঙ্গে তোলা ছবি প্রকাশ করছেন।
আজ রবিবার নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দেবে বিএনপি। চিঠিতে দলটি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর সংশোধনের দাবি জানাবে—যাতে জোটভুক্ত দলগুলো নিজেদের দলীয় প্রতীকেই নির্বাচন করতে পারে।
দলের স্থায়ী কমিটির এক সদস্য জানান, আরপিওর ২১ ধারা সংশোধনের প্রস্তাব সংবলিত এই চিঠি আজই ইসিতে পাঠানো হবে।
















