মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে আজ ৮ অক্টোবর ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ঢাকাগামী বাসের ব্যবস্থা করার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালকের মাধ্যমে মাননীয় উপাচার্য (ভিসি) মহোদয়ের বরাবর এ আবেদনপত্র প্রদান করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি রাহাদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের দাবি, বিসিএস পরীক্ষার্থীদের ঢাকায় যাতায়াতে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারে।