সিরাজগঞ্জের রায়গঞ্জে তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রায়গঞ্জ পৌর বিএনপির উদ্যোগে ধানগড়া বাজারে এক আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরনের সঞ্চাচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ-৩ আসনের নমিনেশন প্রত্যাশী জনাব রাহিদ মান্নান লেনিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ শামসুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম মাস্টার, সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন।
প্রধান অতিথির বক্তব্যে রাহিদ মান্নান লেনিন বলেন, তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্য গঠনের ভিত্তি তৈরি করবে। এই কর্মসূচি বাস্তবায়নে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, দল থেকে যাকেই নমিনেশন দিক না কেনো আমাদের মার্কা একটাই ধানের শীষ। আমরা ধানের শীষের পক্ষে হয়ে কাজ করব।
আলোচনা সভা শেষে পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ধানগড়া বাজারে লিফলেট বিতরণ করেন তিনি।