আগামী নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন জনগণের মাঝেই থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও এখনো দেশে না ফেরার কারণ জানতে চাইলে তারেক রহমান বলেন, “কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে উঠেনি এখনো, তবে সময় তো চলে এসেছে মনে হয়। ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব।”দেশে ফেরার প্রসঙ্গে তিনি আরও বলেন, “নির্বাচনের সঙ্গে রাজনৈতিক দল ও রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে।
আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের প্রত্যাশিত একটি নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, তখন কীভাবে দূরে থাকব? আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে— সেই নির্বাচনের সময় জনগণের সাথে, জনগণের মাঝেই থাকতে ইনশাআল্লাহ।”
গণমাধ্যমে দীর্ঘদিন কথা না বলার বিষয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “বিগত স্বৈরাচারী সরকারের সময় আদালতের আদেশে আমার কথা বলার অধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি একবার প্রেস ক্লাবে কথা বলেছিলাম, এরপর প্রেস ক্লাবের কমিটি সিদ্ধান্ত নেয় যে, ‘ফেরারি’ হিসেবে গণ্য হওয়ায় আমি সেখানে আর কথা বলতে পারব না।”
তিনি আরও বলেন, “এভাবেই তারা আমার কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করেছিল। তবুও আমি সামাজিক মাধ্যমসহ নানা উপায়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং ইনশাআল্লাহ পৌঁছেছি। কাজেই আমি কথা বলিনি—এমন নয়। আমি কথা বলেছি, হয়তো গণমাধ্যমগুলো তা প্রকাশ করতে পারেনি।”