বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বার্তা নিয়ে জনগণের দ্বারে দ্বারে প্রচারণা চালাচ্ছেন কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ-যুগ্ম সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী–সাদুল্লাপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মো. মোস্তফা সারোয়ার সোহান।
গতকাল শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরেন এবং নির্বাচিত হলে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে তার সম্ভাব্য পরিকল্পনাগুলো উপস্থাপন করেন।
মতবিনিময় শেষে তিনি পলাশবাড়ী পৌরশহরের চারমাথা মোড়, উপজেলা গেট, ঘোড়াঘাট সড়ক ও গাইবান্ধা সড়কের বিভিন্ন দোকানপাট ও হোটেল-চায়ের দোকানে অবস্থানরত মানুষের হাতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
জনতার উদ্দেশ্যে তিনি বলেন, “আমার স্লোগান একটাই—নির্বাচিত হলে আমি এলাকার চিত্র বদলে দেবো, ইনশাল্লাহ।”
এ সময় তিনি আগামীর প্রধানমন্ত্রী হিসেবে তারুণ্যের অহংকার তারেক রহমানের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করে দোয়া প্রার্থনা করেন।