টাঙ্গাইল-৫ সদর পৌর এলাকার ১৮নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) বিকাল ৪ টার দিকে টাঙ্গাইল-৫ সদর পৌর এলাকার ১৮নং ওয়ার্ডে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা যুবদলের সদস্য সচিব খঃ তৌহিদুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন জুয়েল, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকসি মেহেদী প্রমুখ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শহর বিএনপি’র সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ। সভার সভাপতিত্ব করেন ১৮নং ওয়ার্ড বিএনপি টাঙ্গাইল শহরের সভাপতি নাজমুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু কাওছার বাবুল।