জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন পেতে যাচ্ছে বলে দাবি করেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তবে শাপলা প্রতীক না পেলে এনসিপি পরবর্তী পদক্ষেপ নেবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,“আমরা সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক চেয়েছি। এর মধ্যে কোনো একটি প্রতীক দিতে হবে।”
ইসি সূত্রে জানা গেছে, শাপলা প্রতীক নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রতীকের তালিকা যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্বিতীয়বারের মতো আবেদনে এনসিপি সাদা ও লাল শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছে।
এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
এনসিপি সূত্র জানায়, প্রতিনিধি দলে বিএনপির দুই নেতা থাকায় সমানভাবে তাদের দল থেকেও দুইজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার অনুরোধ করা হয়। তবে স্বল্প সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া জটিল হওয়ায় আগে থেকে মার্কিন ভিসাধারীদেরই বেছে নেওয়া হয়েছে।
এনসিপির যুগ্ম-সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত জানিয়েছেন, ডা. তাসনিম জারা রোববার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করছেন।
















