ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দুটি হলের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ১ হাজার ৩৫০ ভোটে এগিয়ে রয়েছেন।
অমর একুশে হলে কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৪১ ভোট। অন্যদিকে সুফিয়া কামাল হলে কায়েমের প্রাপ্ত ভোট ১,২৭০টি, আর আবিদুল পেয়েছেন ৪২৩ ভোট।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোট দেন শিক্ষার্থীরা। মোট ভোটার ছিলেন **৩৯ হাজার ৮৭৪ জন—এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন।
এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হলে মোট ২৩৪টি পদে লড়েছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। ফলে ভোটারদের দিতে হয়েছে সর্বোচ্চ ৪১টি ভোট।
ডাকসু নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নেয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থীও ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক। দিনভর কোনো সংঘাত ছাড়াই ভোট সম্পন্ন হলেও প্রার্থীদের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘন ও ভোট কারচুপির অভিযোগ ওঠে।
সর্বশেষ
এই বিভাগের আরো খবর
হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার
মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১
ইমেইল: info.banglavoicebd@gmail.com
© 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.