কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, “আমরা আওয়ামী লীগ চাই না; জয় বাংলা চাই। শেখ হাসিনাকে চাই না, বঙ্গবন্ধুকে চাই, বাংলাদেশকে চাই। এটার বিরুদ্ধে যারা যাবেন যান, অসুবিধা নাই। যারা বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশে বিশ্বাস করে আমরা তাদের সাথেই আছি।”
তিনি বলেন, “মুক্তিযুদ্ধকে গালি দিলে বঙ্গবন্ধুকে গালি দেওয়া হয়, জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। তার মুক্তিযুদ্ধ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই। তিনি আমার থেকেও বড় মুক্তিযোদ্ধা।”
শেখ হাসিনা ও তারেক রহমান প্রসঙ্গ টেনে কাদের সিদ্দিকী বলেন, “শেখ হাসিনা যখন ছিলেন, তখন তারেক রহমানের একটি কথাও আমার পছন্দ হইত না। কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে তারেক রহমানের একটি কথাও অপছন্দ করতে পারতেছি না।”
তিনি আরও বলেন, “ভূয়াপুরে মিটিং শেষে দালাল দালাল বলে স্লোগান দিয়েছে। আমার কাছে ভালো লেগেছে। দালাল বলা খারাপ না। একাত্তরের দালাল আর আজকের দালালের মধ্যে পার্থক্য আছে। কেউ বলছে জয় বাংলা চলবে না, বলুক। আমি বলি চলবে। প্রতিবাদ করলে করুক, মিছিল করলে করুক, তবে মানুষ কী বলে সেটা শোনার দরকার আছে।”
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার খান মার্কেটে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
সভায় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন—দলটির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, আব্দুল্লাহ ফির প্রতীক, এটিএম সালেক হিটলু, আশিক জাহাঙ্গীর, আলমগীর সিদ্দিকী, দেলোয়ার হোসেন মাস্টার, দুলাল হোসেন প্রমুখ।