ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের সভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদের বলেছেন, রাজাকার নিয়ে কথা বলার পর থেকে তিনি মানসিকভাবে চরম অশান্তির মধ্যে আছেন। তিনি ঘুমাতে পারছেন না এবং বাঁচার আকুতি জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, “আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতোটুকু দয়া অন্তত আমাকে দেখান।”
আবদুল কাদের অভিযোগ করেন, বক্তব্য বিকৃত করে তার বিরুদ্ধে প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। এর জেরে তিনি অনলাইনে যেমন হেনস্তার শিকার হচ্ছেন, তেমনি তার পরিবারকেও অপমান করা হচ্ছে।
তিনি বলেন, “১০ দিন আগের বক্তব্য কাটছাঁট করে প্রচার না করলে মানুষ আসল সারমর্ম বুঝতে পারতো। এখনো ভোটের বাকি ৫ দিন, ততোদিনে কি হবে ভেবে আরও আতঙ্কিত হয়ে পড়ছি।”
এদিকে, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রের অভিযোগ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ। তাদের দাবি, একটি গোষ্ঠীকে সুবিধা দিতে ইচ্ছাকৃতভাবে ভোটকেন্দ্রগুলো শিক্ষার্থীদের সুবিধাজনক স্থানে দেওয়া হয়নি।