বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর খোঁজ নিতে লোক পাঠিয়েছেন এবং তার জন্য উপহারও পাঠিয়েছেন।
গতকাল শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান হাসনাত আবদুল্লাহ। উল্লেখ্য, ব্যারিস্টার রুমিন ফারহানার পৈতৃক বাড়ি উপজেলার ইসলামপুর গ্রামে।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের সঙ্গে রুমিন ফারহানার কিছু মনোমালিন্য ছিল। তবে আমরা তার এলাকায় আসছি শুনে তিনি লোক পাঠিয়ে খোঁজখবর নিয়েছেন, এমনকি আমাদের জন্য উপহারও পাঠিয়েছেন। এটি রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা, যা অবশ্যই স্বাগত জানানো উচিত।”
তিনি আরও বলেন,“আমরা ২০২৪-পরবর্তী বাংলাদেশে সহিংসতা চাই না। ভিন্নমত গণতন্ত্রের শক্তি, আর সহিংসতা গণতন্ত্রের শত্রু। কেউ আক্রোশ দেখালে আমরা গণতান্ত্রিকভাবে জবাব দেবো, আর কেউ ইতিবাচক বার্তা দিলে তা অবশ্যই গ্রহণ করবো।”
এসময় বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।