গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।
আজ শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরুল হক নুরকে দেখতে গিয়ে এ দাবি জানান দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
তিনি অভিযোগ করে বলেন, “নুরের ওপর হামলা করেছে সেনাবাহিনী ও পুলিশ। সেনাবাহিনী তার বুকে খোঁচা দিয়েছে, বুট দিয়ে আঘাত করেছে। নুরের অবস্থা আশঙ্কামুক্ত নয়, তাকে দেশের বাইরে নেওয়া লাগতে পারে।”
রাশেদ খান আরও বলেন, “আমাদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। সেনাবাহিনী কাদের নির্দেশে মাঠে নেমে আমাদের রক্তাক্ত করল? সেনাপ্রধানকে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
তিনি অভিযোগ করেন, “ডিজিএফআই অতীতে আওয়ামী লীগের আমলে যেভাবে কাজ করেছে, এখন ড. ইউনুসের আমলেও একইভাবে কাজ করছে। জাতীয় পার্টির সঙ্গে দেন-দরবার করে তাদের বিরোধী দল বানানোর চেষ্টা চলছে। নির্বাচন নিয়ে তালবাহানা চলবে না।”
স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে রাশেদ খান বলেন, “এই ঘটনায় আপনার দায় আছে কিনা, আপনার নির্দেশনা আছে কিনা তা জানতে চাই। চুপ থাকলে ধরে নেবো আপনিও এতে জড়িত।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আপনি ব্যর্থ হয়েছেন। তাই এই পদে থাকার কোনো অধিকার আপনার নেই। লজ্জা থাকলে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন।” তিনি আরও জানান, দলীয় আলোচনার পর হামলার ঘটনায় সেনা ও পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।