গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে।
তবে তিনি এখনও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
শনিবার (৩০ আগস্ট) নুরুল হক নুরের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। ‘ভিপি নুরের আপডেট’ শিরোনামে দেওয়া ওই পোস্টে বলা হয়, শুক্রবার রাতে হামলার পর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
বর্তমানে তার কিছুটা হুঁশ ফিরেছে।
পোস্টে আরও বলা হয়, নুরুল হক নুরের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।