গণসংহতি আন্দোলনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টাঙ্গাইলে পুষ্পস্তবক অর্পণ, জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণের অঙ্গীকার।
আজ শুক্রবার (২৯ আগস্ট) গণসংহতি আন্দোলনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে নেতৃবৃন্দ স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানসহ সকল গণআন্দোলনের শহীদদের ত্যাগ স্মরণ করেন। তারা বলেন, স্বাধীনতা অর্জনের ৫৩ বছর পরও দেশে দুর্নীতি, বৈষম্য, বেকারত্ব ও দমননীতি বিরাজ করছে এবং বাংলাদেশের স্বপ্নময় রাষ্ট্র গঠনের লক্ষ্য এখনও অসম্পূর্ণ।
গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ এই উপলক্ষে ঘোষণা দেন—
• তারা এমন একটি বাংলাদেশ চাই যেখানে রাষ্ট্র জনগণের মালিকানাধীন হবে।
• শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের মৌলিক অধিকার নিশ্চিত হবে।
• নারী-পুরুষ, শহর-গ্রাম, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ থাকবে।
• প্রশাসন ও বিচারব্যবস্থা হবে স্বাধীন, দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও জবাবদিহি মূলক।
• গণতন্ত্র মানে জনগণের মতামত ও অংশগ্রহণ।
নেতৃবৃন্দ বলেন, “২৩ বছরের সংগ্রাম আমাদের শিখিয়েছে, অন্যায় ও দমননীতির বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ ছাড়া মুক্তির পথ নেই। জুলাই অভ্যুত্থান প্রমাণ করেছে জনগণের ঐক্যই স্বৈরাচারকে পরাজিত করতে পারে। আমরা বিশ্বাস করি, সেই ঐক্যই নতুন বাংলাদেশ গড়ার প্রধান শক্তি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার আহবায়ক মো: মোফাখখারুল ইসলাম, সদস্য সচিব ফারজানা জেসমিন, সদস্য তুষার আহমেদ, নাগরপুর উপজেলার সংগঠক আলিম মোল্লা, ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলার সভাপতি ফাতেমা রহমান বীথি, অর্থ সম্পাদক আনিকা রহমান, দপ্তর সম্পাদক প্রেমা সরকার, সদস্য সিয়াম, পারভেজসহ অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ।