জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (জাকসু) পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২৪ অদম্য এলাকায় এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু আহসান মোহাম্মদ ইয়া হিয়া।
এতে সহ সভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন শেখ সাদী হাসান, সাধারণ সম্পাদক পদে (জিএস) পদে নির্বাচন করবেন তানজিলা হোসাইন বৈশাখী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নারী প্রার্থী আঞ্জুমান আরা ইকরা নির্বাচন করবেন।
২৫ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা ২৪ অদম্যতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে আজ জাকসু নির্বাচনের মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
এখন পর্যন্ত প্রায় আট জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানা গেছে। বিকেল চারটায় কতজন মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ব্রিফ করে জানাবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল ইসলাম।