শাহ আলম সরকার :
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, “নির্বাচনে পিআর পদ্ধতির পক্ষে যারা সাফাই গাইছে, তারা আসলে ষড়যন্ত্র করছে নির্বাচন বিলম্বিত করার।”
আজ শুক্রবার (১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে টুকু বলেন, “আমরা সব সময় একটি বিষয়েই আছি—ওয়েজ ম্যানেজমেন্ট পদ্ধতি, যেটি দেশে প্রচলিত এবং মানুষ যেটিতে অভ্যস্ত। যে এলাকার নেতা, সেই এলাকার জনগণ তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে—এটাই স্বাভাবিক নিয়ম।”
তিনি বলেন, “নির্বাচনের নিয়ম ভাঙতে যারা পিআর পদ্ধতির কথা বলে, তাদের আসলে উদ্দেশ্য নির্বাচনকে পেছানো। আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা বলি না আমরা ক্ষমতায় যাব, আমরা বলি—মানুষকে তার ভোটের অধিকার ফেরত দিতে চাই। দেশের মালিক জনগণ। তারাই ঠিক করবে এ দেশ কে চালাবে।”
তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কমেন্টস আসছে। অনেকে বলেন—ভোট দিলাম সন্দ্বীপে, এমপি পেলাম মালদ্বীপে! ভোট দিলাম টাঙ্গাইলে, এমপি এলেন নোয়াখালী থেকে! এটা কেমন নিয়ম?”
টুকু বলেন, “যেমন টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ তিন ম্যাচে দুটি জিতে সিরিজ জিতেছে। এরপর পাকিস্তান একটি ম্যাচে বেশি রান করল বলে কি সিরিজ পাকিস্তান জিতল? ভোটও এমন—লোকাল লিডারকে স্থানীয়রা নির্বাচন করবে, এটাই গণতন্ত্রের নিয়ম।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্য ডেইলি স্টার–এর স্টাফ রিপোর্টার মির্জা শাকিল। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক জুলফিকার আলী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ প্রমুখ।