শাহ আলম সরকার :
টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সফল ভারপ্রাপ্ত সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন হৃদরোগে আক্রান্ত হয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন। ইথেনের অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। অনেকেই তার খোঁজখবর নিচ্ছেন এবং দ্রুত আরোগ্য কামনা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

















