নিজস্ব সংবাদদাতা :
গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, “নেতাদের নিরাপত্তা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপাতত আর্মির উচিত হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করা। এই মুহূর্তে আবেগ নয়, প্রাধান্য দিতে হবে বাস্তবতাকে।”
আজ বুধবার (১৬ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে রাফি লেখেন, “ওদের (আক্রমণকারীদের) হাতে প্রচুর অস্ত্র রয়েছে। তারা যেখানে নাহিদ-হাসনাতরা অবস্থান করছেন, সেখানে আগুন দেওয়ার চেষ্টা করছে। গোপালগঞ্জ থেকে বের হওয়ার সব রাস্তাও এখন অবরুদ্ধ। আওয়ামী লীগ অপেক্ষা করছে রাত নামার।”
তিনি আরও লেখেন, “রাত নামার আগেই নেতাদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করুন। এরপর রাতটা প্রস্তুতি নিয়ে কাল কয়েক লাখ মানুষ নিয়ে গোপালগঞ্জ ঢুকে পরিস্থিতির জবাব দেওয়া যাবে। আপাতত নাহিদ, হাসনাতদের জীবন রক্ষা করাই সবচেয়ে জরুরি।”
এদিকে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে জেলা সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন এনসিপি নেতারা, যাদের মধ্যে রয়েছেন নাহিদ, হাসনাত এবং সারজিস।

















