বাংলা ভয়েস ডেস্ক :
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের অধীনস্থ চকবাজার থানা ছাত্রদলের সদস্যসচিব অপু দাস ও নিষ্ক্রিয় নেতা মাহমুদুল হাসান মাহিনকে আজীবনের জন্য বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক অপু দাসকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। অপরদিকে মাহমুদুল হাসান মাহিন ২০১৮ সালের আগে সংগঠনের কার্যক্রমে সক্রিয় থাকলেও পরবর্তীতে নিষ্ক্রিয় ছিলেন। তাকেও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বহিষ্কার সিদ্ধান্ত অনুমোদন করেন।
বিজ্ঞপ্তিতে সব পর্যায়ের নেতাকর্মীদের অপু ও মাহিনের সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে ছাত্রদল।

















