নিজস্ব সংবাদদাতা :
রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী যুবদলের দুই নেতাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
আজ শুক্রবার (১১ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন—যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃতদের কোনো অপরাধ বা অপকর্মের দায় যুবদল নেবে না। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেয়া হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।