বাংলা ভয়েস ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমরা বিএনপির পুলিশ চাই না। আওয়ামী লীগ চেয়েছিল দলীয় পুলিশ, তারা প্রশাসনকে দলীয়করণ করে আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের অস্ত্র বানিয়েছিল। তার ভয়াবহ পরিণতি আপনারা নিজেরাই দেখেছেন।”
আজ বুধবার (২ জুলাই) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
সভায় রাষ্ট্র সংস্কারের আহ্বান জানিয়ে হাসনাত বলেন, “আমরা জনগণের রাষ্ট্র গড়ার কথা বলছি। আমাদের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ ভাইদের বলতে চাই—আপনারা কোনো দলীয় চিন্তার বাহক হবেন না, আপনারা বাংলাদেশপন্থী পুলিশ হোন।”
তিনি বলেন, “চট্টগ্রামের পটিয়ায় থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ছয়জন আন্দোলনকারী ও চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় স্পষ্ট, রাষ্ট্রীয় বাহিনী যেন কোনো দলের হাতিয়ারে পরিণত না হয়।”
এই প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই ঘটনার যদি পুনরাবৃত্তি ঘটে, তবে ৫ আগস্টের মতো ঘটনার পুনরাবৃত্তি অনিবার্য হয়ে উঠবে।”
সভায় রাজারহাট ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে এনসিপির নেতাকর্মীরা অংশ নেন। সভা মঞ্চ থেকে ‘দল নয়, দেশ আগে’, ‘পুলিশ হবে জনগণের’—এই স্লোগানে বারবার মুখরিত হয় সভাস্থল।