নিজস্ব সংবাদদাতা :
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে।
গত সোমবার (১৬ জুন) কেন্দ্রীয় বিএনপি’র কার্যালয়, ২৮/১, নয়াপল্টন (৩য় তলা), ঢাকা- ১০০০ হতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ছাদিকুল ইসলাম ও সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ যুক্তভাবে মোঃ শাহিন সরকারকে আহ্বায়ক, মীর মোঃ আকিব হাসানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মোঃ সাজু শেখকে সদস্য সচিব করে সিরাজগঞ্জ জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করেন।
কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক জনাব গোলাম সরোয়ার নজরুল। এসময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়াবিদ ড. নজরুল ইসলাম খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় দায়িত্বে) এডভোকেট সুইটি তালুকদার (শিক্ষানবিশ) ও ঢাকা মহানগর দক্ষিণের সদ্য সাবেক আহ্বায়ক মোঃ সহিদুল ইসলাম।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন, মোঃ সোহেল, মোঃ মাহিবী শেখ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ইসমাইল হোসেন, মোঃ জাকারিয়া, মোঃ সোহেল সরকার, মোঃ হাসেম আলী, ইয়ামিন হোসেন, মোঃ ছালমান আল সিহাব, সদস্য রাসিদুল সরকার, শরিফুল ইসলাম শরিফ, মোঃ সাগর শেখ, এসএম শফিকুল হক সোয়েব, মোঃ নাইম শেখ, মোঃ হুজাইফা হোসেন রাকিব, মোঃ সাইফুল সরকার, মোঃ ইয়াছিন শেখ, মোঃ সোহানুর রহমান, মোঃ ইমরান হাসান, মোঃ ফরহাদ সরকার, মোঃ ইসমাইল হোসেন, মোঃ আব্দুল মুমিন, মোঃ বাবু মিয়া, মোঃ জব্বার আলী, মোঃ মনিরুল ইসলাম ও মোঃ স্বপন মিয়া।

















