মোঃ নাঈম উদ্দিন সিরাজী :
সিরাজগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা সদর কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জনাব মমিন ফয়সাল, যুগ্ম সদস্য সচিব জিএম খান জয়, এবং আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট সাব্বির হোসেন রুবেলসহ ছাত্র, যুব, শ্রমিক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে গণঅধিকার পরিষদের আহ্বায়ক মমিন ফয়সাল বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যে শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, তার ধারাবাহিকতায় এখনও আমাদের কাজ করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই দেশ থেকে শোষণ ও বৈষম্যের সব রূপ নির্মূল করতে গণঅধিকার পরিষদ সব সময় জনগণের পাশে থাকবে।
এই আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সার্বিক উন্নয়নে গণঅধিকার পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বিজয় দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং জাতির বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
















