দেশের জনপদ কনকনে ঠাণ্ডা ও ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে। আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামীকাল বুধবার (৭ জানুয়ারি) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বৃদ্ধি পেতে পারে। রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ৬–৮ ডিগ্রি সেলসিয়াসে।
কুয়াশার চিত্র বিশ্লেষণে দেখা গেছে দেশের ৬১টি জেলার ওপর ঘন কুয়াশা রয়েছে (ফেনী, সিলেট ও সুনামগঞ্জ ছাড়া)। বিশেষত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় দুপুর ১২টার আগে সূর্যের আলো দেখা যাবে না। অন্য পাঁচ বিভাগের জেলায় সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সূর্যের আলো মিলতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ১–২টি তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।


















