বিএনপির সাবেক এমপি মেজর (অব.) মঞ্জুর কাদের এনসিপির মনোনয়ন পাওয়ার পর তাকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক ড. পিনাকী ভট্টাচার্য।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি মঞ্জুর কাদেরের অতীত কর্মকাণ্ড ও রাজনৈতিক ভূমিকা নিয়ে কঠোর ভাষায় প্রশ্ন তোলেন।

ফেসবুক পোস্টে পিনাকী ভট্টাচার্য লেখেন, এনসিপি কোন বিবেচনায় ফ্যাসিস্ট হাসিনার ল্যাসপেন্সারকে প্রার্থী বানালো? খুনি হাসিনার সহযোগী এই মেজর মঞ্জুর কাদের মিরপুর রোডের ধানমন্ডি ৭ ও ৮ নম্বর সড়কের মধ্যকার বিশাল মাঠ দখল করে ‘শেখ জামাল ধানমন্ডি ক্লাব’ বানিয়েছিল।
তিনি আরও দাবি করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের দুঃশাসনামলে মঞ্জুর কাদের সরকারি প্রভাব ব্যবহার করে ক্লাবের মাধ্যমে নানা অবৈধ সুবিধা আদায় করেন এবং বিপুল সম্পত্তির মালিক হন। ধানমন্ডির মাঠ দখলের পর স্থানীয় বাসিন্দাদের প্রবেশে বাধা দিতেও তিনি বিভিন্ন বাহিনী ও ruling party–এর কর্মীদের ব্যবহার করেছিলেন বলেও অভিযোগ করেন পিনাকী।
পোস্টে তিনি উল্লেখ করেন, মঞ্জুর কাদের প্রায় নয় বছর ‘শেখ জামাল ধানমন্ডি ক্লাব’-এর সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর তিনি ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ক্লাব ত্যাগ করেন এবং দীর্ঘদিন আড়ালে ছিলেন।
পিনাকীর মন্তব্য,“খুনি হাসিনার পতনের পর পালিয়ে থাকা মেজর মঞ্জুর এখন এনসিপির মনোনয়ন নিয়ে নতুন মুখোশ পরে হাজির হয়েছে।”


















