টাঙ্গাইল সদর উপজেলা পরিবেশক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আবুল বাশার উজ্জ্বল সভাপতি এবং সৈয়দ রশিদুজ্জামান আরিফ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে শহরের টাঙ্গাইল পরিবেশক মালিক সমিতির প্রধান কার্যালয়ে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিবেশক মালিক সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আরফান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি মোঃ শামীমুর রহমান শামীম, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মোঃ নরুল আলম, মোঃ আহ্সান খান আছু, আলহাজ্ব মীর মহব্বত হোসেন, মাহফুজুর রহমান (মামুন), সায়মন তালুকদার (রাজীব), বাবু দুলাল চন্দ্র সাহা, মোঃ শাহ্ আলম ও আব্দুল আলিম সিদ্দিকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি মীর শামীনুল ইসলাম (শামীম) এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল বাশার উজ্জ্বল। এর আগে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।


















