মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন গ্রেটার রাজশাহী এসোসিয়েশন (জিআরএ)-এর নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। অ্যাডভাইজরি বোর্ডের অনুমোদনক্রমে ঘোষিত এই কমিটি নভেম্বর ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন আল-আমিন (ফিজিক্স, ২০২০–২১) এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল আলিম (সিপিএস, ২০২২–২৩)।
সহ-সভাপতি পদে রয়েছেন কমরুজ্জামান মারুফ (ম্যাথ), মো. ইমাম হোসেন (ইএসআরএম), শিরাজাম মনিরা মনি (বিএমবি), মোমোতা দেবী (বিএমবি), নাশওয়া নুসরাত মিম, জান্নাতুল ফেদৌস চাদনী ও মিম তারিন হক মিলিশা (এফটিএনএস)।
যৌথ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমাইয়া ইয়াসমিন দিশা, লামিয়া সানজানা ওরিন, আল-আমিন শেখ, মো. ফয়েজ উদ্দিন, মারুফা আখতার, কামরুন নেশা, মেহবুবা খান, রিমা পাল ও অমৃত কুমার সরকার।
এছাড়া ১৫ জন নির্বাহী সদস্য রয়েছেন, যাদের মধ্যে আছেন আবদুল্লাহ আল ইউসুফ, মাকসুদা খান প্রিমা, ফাতেমা, সিরাজাম মুনিরা, শহীদ রানা সান প্রমুখ।
কমিটির অনুমোদনে স্বাক্ষর করেছেন মো. রানা আহমেদ (সভাপতি) ও আতিকুর রহমান সাব্বির (সাধারণ সম্পাদক), গ্রেটার রাজশাহী এসোসিয়েশন (জিআরএ), মাভাবিপ্রবি।
সভাপতি আল-আমিন বলেন,“জিআরএ শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের ঐক্য, বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক। একসাথে এগিয়ে গেলে আমরা জিআরএ-কে কাজের মাধ্যমে অনন্য করে তুলতে পারব ইনশাআল্লাহ।”
সাধারণ সম্পাদক আব্দুল আলিম বলেন,“বিশ্ববিদ্যালয়ে এসোসিয়েশন আমার কাছে দ্বিতীয় পরিবারের মতো। সবার সহযোগিতা ও দোয়া নিয়েই কাজ করতে চাই ইনশাআল্লাহ।”সংগঠনের মূল বক্তব্য—“এই জীবনে আমাদের প্রধান উদ্দেশ্য হলো অন্যদের সাহায্য করা।”


















