মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ আয়োজিত “Self Tax Assessment and Online Return Submission” শীর্ষক সেমিনার আজ (১ নভেম্বর ২০২৫) একাডেমিক ভবন-৩ এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর কানিজ মারিয়াম আখতার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টাঙ্গাইল ট্যাক্স জোন, এনবিআর-এর পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. রোস্তম আলী।
প্রফেসর কানিজ মারিয়াম আখতার বলেন, “কর প্রদান শুধু নাগরিক দায়িত্ব নয়, এটি দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি।”
মো. জাহাঙ্গীর আলম বলেন, “Self Tax Assessment ও Online Return Submission করদাতাদের জন্য ডিজিটাল যুগের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে করদাতা নিজেই কর নির্ধারণ ও অনলাইনে রিটার্ন জমা দিতে পারেন।”
স্লোগান “এক ক্লিক এক লক্ষ্য, স্বনির্ভর নাগরিক” এর মাধ্যমে সেমিনার আয়োজন কমিটি আশা করছে যে, স্ব-মূল্যায়নভিত্তিক কর ব্যবস্থা করদাতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং অনলাইন প্রক্রিয়া সময় ও শ্রম বাঁচাবে। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


















